Activities & News

বর্ষবরণ ১৪২৬

Share On

পহেলা বৈশাখ ১৪২৬ আই ইউ বি কম্পিউটার ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও উৎসাহ উদ্দীপনা এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আই ইউ বি ক্যাম্পাসে দিনব্যাপী উদযাপন করেপহেলা বৈশাখ ১৪২৬ বর্ষবরণ উৎসবেএসিসি বৈঠকখানাস্টলে ছাত্রশিক্ষক মিলনমেলা এবং সিনিয়র জুনিয়রদের আড্ডায় মেতে উঠেছিল বিশ্ববিদ্যালয় প্রাঙগণ।এসিসি বৈঠকখানা স্টলে বিভিন্ন রকমের খাবার নিয়ে জুনিয়ররা তাদের স্টল সাজিয়েছিল। সবশেষে আই ইউ বি ক্যাম্পাসে মেহরিন, মিনার, লালন এর কনসার্টের মাধ্যমে আনন্দ উল্লাসের সাথে শেষ হয়বর্ষবরণ ১৪২৬