পহেলা বৈশাখ ১৪২৬ এ আই ইউ বি কম্পিউটার ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও উৎসাহ উদ্দীপনা এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এ আই ইউ বি ক্যাম্পাসে দিনব্যাপী উদযাপন করে “পহেলা বৈশাখ ১৪২৬“। বর্ষবরণ উৎসবে ”এসিসি বৈঠকখানা” স্টলে ছাত্র–শিক্ষক মিলনমেলা এবং সিনিয়র জুনিয়রদের আড্ডায় মেতে উঠেছিল বিশ্ববিদ্যালয় প্রাঙগণ। ” এসিসি বৈঠকখানা স্টলে বিভিন্ন রকমের খাবার নিয়ে জুনিয়ররা তাদের স্টল সাজিয়েছিল। সবশেষে এ আই ইউ বি ক্যাম্পাসে মেহরিন, মিনার, লালন এর কনসার্টের মাধ্যমে আনন্দ উল্লাসের সাথে শেষ হয় “বর্ষবরণ ১৪২৬”।
