Activities & News

নতুনদের জন্য কর্মশালা করবে মজিলা বাংলাদেশ

Share On

মজিলার ওয়েবসাইটের সাপোর্টে থাকা নিবন্ধগুলো ইংরেজিতে। বাংলায় যেন দেশের মানুষ এগুলো পড়তে পারেন সে জন্য কাজ করছে মজিলা বাংলাদেশ। এর সঙ্গে যুক্ত আছেন শতাধিক স্বেচ্ছাসেবক।

নতুন আরও স্বেচ্ছাসেবককে এ কাজের সঙ্গে যুক্ত করতে ‘বিএন বিডি সুমো ডে ৩’ নামে একটি কর্মশালার আয়োজন করেছে মজিলা বাংলাদেশ। রাজধানীর ইএমকে সেন্টারে এটি শুরু হবে ১৫ ডিসেম্বর বিকেল তিনটায়।

কীভাবে মজিলার সাপোর্টে নিবন্ধ বাংলায় অনুবাদ করতে হবে, সে সম্পর্কে হাতে কলমে ধারণা দেয়া হবে কর্মশালায়। যে কোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন।

সাপোর্ট মজিলাকে সংক্ষেপে বলা হয় সুমো। এতে সাধারণত স্বেচ্ছাসেবীরা কাজ করে থাকেন।

আয়োজন সম্পর্কে মজিলার বাংলাদেশের সুমোর একজন স্বেচ্ছাসেবী এসএম সারওয়ার নবীন বলেন, এ কর্মশালায় অংশ নিয়ে ওপেন সোর্স প্লাটফর্ম সম্পর্কে জানতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া যুক্ত থাকতে পারবেন মজিল গ্লোবাল কমিউনিটির সঙ্গে।

তিনি আরও বলেন, মজিলা বাংলাদেশ সুমোর বেশিরভাগ কনট্রিবিউটর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। যারা পাস করে কর্মক্ষেত্রে চলে যান, তারা সময়ের অভাবে তেমন অবদান রাখতে পারেন না। তাই নতুনরা যেন এই কাজে যুক্ত থাকতে পারেন, তা নিশ্চিত করতেই আয়োজন করা হয়েছে কর্মশালার।

এ কর্মশালায় আবেদন করতে হলে এ ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে। আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ ঠিকানায়